জন্ম-মৃত্যু নিবন্ধনে প্রয়োজনীয় কাগজপত্র
১। ইপি.আই (টিকার) কার্ড।
২। পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন (বাংলা ও ইংরেজী বাধ্যতামূরক)সহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৩। বাসার হোল্ডিং নাম্বার এবং হোল্ডিং ট্যাক্স এর রশিদ হাল সন লাগবে।
৪। আবেদনকারী/ অভিভাবকের মোবাইল নম্বর।
৫। ফরম এর সাথে ০১ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
১। ইপি.আই (টিকার) কার্ড/স্বাস্থ্য কর্মীর প্রত্যয়নপত্র স্বাক্ষর ও সীল সহ প্যাডে দিতে হবে।
২। পিতা-মাতার অনলাইন জন্মনিবন্ধন (বাংলা ও ইংরেজী বাধ্যতামূলক) সহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৩। প্রযোজ্য ক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র সীল ও স্বাক্ষর সহ।
৪। বাসার হোল্ডিং নাম্বার এবং হোল্ডিং ট্যাক্স এর রশিদ হাল সন লাগবে।
৫। আবেদনকারী/ অভিভাবকের মোবাইল নম্বর।
৬। ফরম এর সাথে ০১ কপি রক্ষিণ পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
১। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (পি.এস.সি/ জে.এস.সি অথবা এস.এস.সি ) শিক্ষাগত যোগ্যতার সনদপত্র না থাকলে সরকারি হাসপাতালের এমবিবিএস ডাক্তারের স্বাক্সর ও সীল প্রত্যয়ন সনদ এবং জন্ম নিবন্ধন আবেদন ফরমে ৭ (সাত) এর ১ নং কলামে স্বাক্ষর ও সীল বাধ্যতামূলক।
২। উল্লেখ্য যে, যাদের জন্ম ০১/০১/২০০১ এর পরে সে ক্ষেত্রে পিতা-মাতার অনলাইন নিবন্ধন (বাংলা ও ইংরেজী বাধ্যতামূলক) সহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৩। উল্লেখ্য যে, যাদের জন্ম ০১/০১/২০০১ এর পূর্বে/ আগে সে ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রে ফটোকপি।
৪। যদি জন্ম ০১/০১/২০০১ এর পূর্বে/ আগে হয় সে ক্ষেত্রে পিতা মাতার জাতীয় পরিচযপত্রের ফটোকপি। পিতা মাতা মৃত হলে মৃত্যু সনদ থাকলে তা প্রদান করতে হবে।
৫। উল্লেখ্য যে, যাদের জন্ম ০১/০১/২০০১ এর পর তাদের পিতা মাতা মৃত হলে প্রথমে অনলাইন জন্ম নিবন্ধন গ্রহণ করে পরে মৃত্যু সনদ গ্রহণ করতে হবে।
৬। বাড়ীর হোল্ডিং নাম্বার এবং হোল্ডিং ট্যাক্স এ রশিদ হাল সন লাগবে।
৭। আবেদনকারী /অভিভাাবকের মোবাইল নম্বর।
৮। ফরম এর সাথে ০১ কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে।
৯। আবেদনের সাথে সংযুক্ত ডকুমেন্ট পত্র সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক / ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক স্বাক্ষর ও সীল বাধ্যতামূলক।
১০। আবেদন এর সাথে সংযুক্ত ডকুমেন্ট আবেদন জমা দেওয়ার সময় মূল কপি প্রদর্শন করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস